ঘরে ঢুকে আইপিএফটি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চাম্পাহাওরে

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৯ ডিসেম্বর।। খোয়াই জেলার চাম্পাহাওর থানা এলাকার গোপালনগরে অল্পেতে দুষ্কৃতিকারীদের গুলি থেকে রক্ষা পেয়েছেন আইপিএফটি নেতা প্রণব দেববর্মা।এ ব্যাপারে আইপিএফটি নেতা প্রণব দেববর্মা থানায় শনিবার সকালে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।খবর পেয়ে চাম্পা হওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুষ্কৃতিকারীদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

তবে এখনো পর্যন্ত দুষ্কৃতিকারীদের আটক করা যায়নি। ঘটনার বিবরণে জানা যায় গোপালনগর গাঁও সভার আইপিএফটি নেতা প্রণব দেববর্মা নিজ বাড়িতে রাতে টিভি দেখছিলেন। মধ্যরাত নাগাদ চার-পাঁচজন দুষ্কৃতিকারী তার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। বন্দুকধারী দুষ্কৃতিকারীদের দেখেই প্রণব বাবু ঘর থেকে পালানোর চেষ্টা করেন। দুস্কৃতিকারীরা পরপর তিন রাউন্ড গুলি চালাল তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে।

প্রণব বাবু  বা তার পরিবারের কোন সদস্যের গায়ে গুলি লাগেনি। তাদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে।ফলে অল্পেতে প্রাণে বেঁচেছেন আইপিএফটি নেতা প্রণব দেববর্মা এবং তাদের পরিবারের লোকজনরা।পরিবারের লোকজনদের চিৎকার এবং গুলির আওয়াজে স্থানীয় লোকরা মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় চাম্পা হাওয়র থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ছুটে আসলো দুষ্কৃতিকারীদের টিকিট নাগাল পায়নি পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে গোপালনগর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সন্ত্রাসবাদীদের তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। গত কিছুদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা বেশ কয়েকটি ঘটনা সংঘটিত করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?