ফটিকছড়ায় গত গভীর রাতে দুর্ঘটনায় মহিলার ঘটনাস্থলেই মৃত্যু

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৯ ডিসেম্বর।। সিধাই থানা এলাকার ভাটি ফটিকছড়ায় গত গভীর রাতে দুর্ঘটনায় এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদপত্রে জানা গেছে শুক্রবার রাত ২ টা নাগাদ একটি মারুতি গাড়ি আগরতলা থেকে মোহনপুর এর দিকে যাচ্ছিল। রাতে দ্রুতগামী মারুতি গাড়িটি ভাটির ফটিকছড়া এলাকায় পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে বিশালগড় বাইপাস রোডে ও জলের ট্যাঙ্কার এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?