স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। শ্রীনগর থানা এলাকার আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে থেকে এক ছাত্রের পালসার বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল। বাইকের মালিকের নাম বিজয় দাস।জানা গেছে ওই ছাত্র আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা দিয়ে ফিরে এসে লক্ষ করে স্কুলের সামনে রাখা তার পালসার বাইক টি সেখানে নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শ্রীনগর থানার পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সন্দেহজনক একজনকে আটক করে।সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হলেও চুরি যাওয়া বাইকটি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে থেকে বাইক চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।