অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। আবারও কাঠগড়ায় উত্তর প্রদেশ। একের পর এক ধর্ষণের ঘটনা সাংবাদ শিরনামে উঠে আসছে। এবার নিজের কাকার যৌন লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা। এই নক্করজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার কোতোয়ালি থানা এলাকায়। যোগীর রাজ্যের এই ঘটনায় শিউরে উঠেছে সকলে। অভিযুক্তও নাবালক। তাকে আটক করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সুপারিটেন্ডেন্ট নরেন্দ্রকুমার সিংয়ের কথায়, ‘‘শনিবার দুপুরে পাঁচ বছরের ছোট্ট মেয়েটি নিজের বাড়ির দরজায় বসে খেলছিল। তখনই সেখানে আসে তার ১৬ বছরের কাকা। সে তাকে বিস্কুটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে। মেয়েটি এরপর কাঁদতে কাঁদতে কাকার বাড়ি থেকে ফিরে আসে। সঙ্গে সঙ্গেই সে তার মা’কে সব খুলে বলে।
’’ মেয়ের অভিযোগ শুনে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। দ্রুত থানায় আসেন তার অভিভাবকরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অচিরেই তারা আটক করে অভিযুক্ত কিশোরকে। ভারতীয় দণ্ডবিধির নানা ধারা এবং পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।