স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ ডিসেম্বর।। বিশালগড় এর লালসিংমুড়ায় ফাঁসিতে আত্মহত্যা করেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। ফাঁসিতে আত্মঘাতী বৃদ্ধের নাম মরণ দেবনাথ।স্থানীয় সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই ওই বৃদ্ধ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেনা। ফাঁসিতে বৃদ্ধের আত্মহত্যা সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃদ্ধের আত্মহত্যার সংবাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।