অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। ফের একবার বিজেপির কাছে মান খোয়াতে হলো কংগ্রেসকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলের কাছে ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। গত বছর একটি মানহানির মামলার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন জয়রাম। বিবেক জয়রামের সেই চিঠি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিবেক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
একটি পত্রিকায় জয়রামের ওই সমস্ত বক্তব্য প্রকাশ হয়েছিল। যার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিবেক। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই মামলার শুনানি হয়। শেষ পর্যন্ত অবশ্য বিবেকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন জয়রাম। বিবেককে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, আমি বিবেকের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছিলাম এবং অভিযোগ করেছিলাম। ভোটের আগে তাৎক্ষণিক উত্তেজনার বশে আমি ওই সব কথা বলেছিলাম। নিশ্চিতভাবেই আমি একটু মাত্রা অতিক্রম করে গিয়েছিলাম। আমি তাই বিবেক ডোভাল এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা প্রার্থী।
একই সঙ্গে জয়রাম কংগ্রেসের ওয়েবসাইট থেকে তাঁর ওই সমস্ত বক্তব্য সরিয়ে দেওয়ার আবেদন করেছেন। শুক্রবার বিবেক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মানহানির মামলার প্রেক্ষিতে জয়রাম রমেশ তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি কংগ্রেস নেতাকে ক্ষমা করেছেন। জয়রাম ও বিবেকের মধ্যে মামলার নিষ্পত্তি হলেও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে এখনও মামলা চলছে। এতদিন ফাস্ট ট্র্যাক কোর্টে ওই মামলা চলছিল। তবে এবার ওই পত্রিকার বিরুদ্ধে মামলাটি সাধারণ আদালতেই হবে। বিবেকের অভিযোগ, বাবা অজিত ডোভাল এবং তাঁর সম্মানহানি করতেই পত্রিকাটি ওই সাক্ষাৎকার প্রকাশ করেছিল।