অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে যে দলটা ১৯১ রানে এক দিনে শেষ করে দিতে পারে, তারা কী করে একটা সেশনের মধ্যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে পারে, সেটা যেমন সকলের কাছে খুব কঠিন একটা প্রশ্নের আকার নিয়েছে, ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও ফেলে দিয়েছে ধাঁধায়। ভারত অধিনায়ক মেনে নিয়েছেন, এই বিপর্যয়ের ব্যাখ্যা তাঁর কাছেও অজানা। আড়াই দিনে দিনরাতের গোলাপি টেস্ট শেষ করে দিয়ে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০। বাকি তিন টেস্টে কোহলিকে বাদ দিয়ে খেলতে হবে ভারতীয় দলকে।
এবং সেই ব্যাপারটাই নতুন করে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে সকলকে। ম্যাচ শেষে বিরাট বলেছেন, “এই ধরনের হারের পরে কোন ভাষায় তার কারণ ব্যাখ্যা করা উচিত, সেটা আমার জানা নেই। ৬২ রানে এগিয়ে থেকেও এভাবে ভেঙে পড়ার বিষয়টাই তো রীতিমতো বিস্ময়কর। যে দলটা গত দুদিন ধরে দুর্দান্ত লড়াই করল এবং অনেকটা রান হাতে নিয়ে এগিয়ে গিয়েছিল, তারা যদি একটা ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়, তা হলে আর যাই হোক, জয়ের সমস্ত ভাবনা দুঃসাধ্য হয়ে যায়। সেটাই হয়েছে।”
হতাশ বিরাট বলেছেন, “আমাদের আরও একটু সাহস দেখিয়ে লড়াই করার দরকার ছিল।
প্রথম ইনিংসের মতোই অস্ট্রেলীয় বোলাররা সঠিক জায়গায় বল রেখেছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার ব্যাপারে আমাদের দলে ঘাটতি ছিল। এটা মানসিকতার ব্যাপার। অস্ট্রেলীয় বোলাররা যে মুহূর্তে বুঝতে পারল, রান তোলা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে, ওদের আত্মবিশ্বাসটা এক লাফে বেড়ে যায়। সেটার সঙ্গে আমরা নিজেদের তৈরি করতে পারিনি।” আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। সিরিজের বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। কোহলি মনে করেন, বাকি তিন টেস্টে ভারতীয় দল নিশ্চিত ভাবে ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে।
তিনি বলেছেন, “সকলের মতো আমিও চাই দল দারুণ একটা ফল করুক। সেটা হলে খুব আনন্দ পেতাম. তবে আমি বিশ্বাস করি, এই হার থেকে শিক্ষা নিয়ে দল বক্সিং ডে টেস্টে দারুণ ক্রিকেট উপহার দেবে।”কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর টুইট করেছেন, “প্রথম ইনিংসে ভারতীয় দল যেভাবে ব্যাটিং এবং বোলিং করেছিল, ওরাই ছিল চালকের আসনে। তবে শনিবার দুর্দান্তভাবে ফিরে এল অস্ট্রেলিয়া দল। এটাই টেস্ট ম্যাচের সৌন্দর্য। যতক্ষণ না খেলা শেষ হচ্ছে, তার আগে কিছুই শেষ হতে পারে না। দ্বিতীয়ার্ধে ভারতীয় দলকে ওরা ধরাশায়ী করে দিয়েছে। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।”