অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। উদ্ভট বক্তব্য পেশ করতে তাঁর জুড়ি নেই। এ হেন ব্রাজিলের প্রেসিডেন্ট এবার তির্যক মন্তব্য করে বসলেন করোনার ভ্যাকসিন নিয়েও।
ফাইজারের ভ্যাকসিন প্রসঙ্গে বলতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো বলে বসেন, “ফাইজার বলেছে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তারা দায়ী থাকবে না। তাই আপনি যদি হঠাৎ কুমির হয়ে যান, সেটা আপনার সমস্যা।” উদ্ভট মন্তব্যের জন্য পরিচিত বোলসোনারো অবশ্য এখানেই থামেননি।
তিনি আরও বলেছেন, “আপনি যদি হঠাৎই সুপারম্যান হয়ে যান বা মহিলাদের হঠাৎ করেই গোঁফ গজাতে শুরু করল বা পুরুষরা শুরু করলেন মেয়েলি স্বর কথা বলতে, তাহলে কারও কিন্তু কিছু করার নেই।” ইতিমধ্যেই আমেরিকা ও ব্রিটেনে শুরু হয়েছে ফাইজারের টিকাকরণ। শেষ পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে ব্রাজিলেও।
এরই মধ্যে কয়েকজনের শরীরে দেখা গিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া, যা নিয়ে একটি সাক্ষাৎকারে তোপ দেগেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি অবশ্য প্রথম থেকেই করোনা মহামারীকে গুরুত্ব দিতে চাননি। একবার তো সামান্য জ্বর বলে উড়িয়েও দিয়েছিলেন।
এমনকী, তিনি নিজেও করোনা টিকা নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তাঁর যুক্তি, আগে একবার করোনা আক্রান্ত হওয়ায় তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, তাই তাঁর আর টিকার প্রয়োজন নেই।