অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। এখনও পর্যন্ত চারবার যুদ্ধে হেরেছে। কিন্তু তাতেও ওদের কোনও শিক্ষা হয়নি। যুদ্ধের ফলাফলের কথা ভুলে গিয়ে পাকিস্তান এখনও ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। শনিবার ভারতীয় বায়ুসেনার এক অনুষ্ঠানে এভাবেই পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে এদিনের অনুষ্ঠানে তিনি চিনকেও কটাক্ষ করেন। এদিন হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ। ওই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী পাকিস্তান সীমান্তে প্রতিদিনই নানা দুষ্কর্ম ঘটিয়ে চলেছে।
তারা এখনও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। পরপর চারবার যুদ্ধে তারা হেরেছে। কিন্তু যুদ্ধের পরিণাম ভুলে গিয়ে তারা ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে। তবে আমাদের দেশের সেনাবাহিনীও সতর্ক আছে। সতর্ক প্রহরীদের জন্য পাকিস্তানের কোনও চক্রান্ত সফল হবে না। সেজন্য আমি প্রত্যেক সেনাকর্মীকে অভিনন্দন জানাই। সরাসরি নাম না করে চিনের উদ্দেশ্যে বলেন, করোনাজনিত পরিস্থিতিতে আমাদের এক প্রতিবেশীর আচরণ মানুষকে লজ্জায় ফেলে। যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়ছে তখন ওই দেশ আগ্রাসন চালাচ্ছে। তবে আগ্রাসন চালাতে গিয়ে তারা বুঝতে পেরেছে ভারতের ক্ষমতা কত। ভারত যে আর আগের জায়গায় পড়ে নেই, ভারত যে এখন পাল্টা জবাব দিতে জানে সেটা আমাদের ওই দেশ প্রতিবেশী দেশ বুঝে গিয়েছে।
একই সঙ্গে রাজনাথ বলেন, কোনওভাবেই আমরা যুদ্ধ, লড়াই চাই না। বরং আলাপ-আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা আমাদের লক্ষ্য। তবে শান্তি চাই মানে এই নয়, আমরা দেশের সার্বভৌমত্বর সঙ্গে আপস করব। আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। একই সঙ্গে এদিন বায়ুসেনাকেও তিনি প্রশংসায় ভরিয়ে দেন। বায়ুসেনার সাহসের কথা তুলে ধরে বলেন, ১৯৭১-এর লোঙ্গেওয়ালা যুদ্ধ থেকে শুরু করে বালাকোটের এয়ারস্ট্রাইক বায়ুসেনার ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত হবে।