স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। শহর আগরতলাকে যেভাবে সাজানোর কাজ শুরু হয়েছে তা আগামী দিনেও যেন অব্যাহত থাকে তার আশা ব্যক্ত করেন আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র ডা প্রফুল্ল জিৎ সিনহা। শহরের একজন বাসিন্দা হিসেবে এই কাজে তাঁর সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে সকলের সুস্থতা কামনা করেন তিনি। বিগত ১০ বছর যাবত আগরতলা পুর নিগমের ক্ষমতায় রয়েছে সিপিএম।
মেয়র হিসেবে আগামী দিনে থাকবেন কিনা তা সময় বলবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে যারা ক্ষমতায় আসবেন তারা এই কাজকে সুশৃংখলভাবে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নেবেন বলে আশা ব্যক্ত করেন বিদায়ী মেয়র ডা প্রফুল্ল জিৎ সিনহা। উন্নয়নের সীমা হচ্ছে আকাশ। সেখানে পৌঁছানোর জন্য যা যা করণীয় তা আগামী দিনের ক্ষমতাসীন দলের কাউন্সিলররা করবেন বলে আশা ব্যক্ত করেন। সাধারণ নাগরিক হিসেবে তাঁর আন্তরিক সহযোগিতা থাকবে বলেও স্পষ্ট করে দেন। সাহায্য ও সহযোগিতা মিলেছে। বর্তমানেও তা অব্যাহত রয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া পুর নিগমের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। সরকারি সহযোগিতা মিলেছে বলেই কাজ করা সম্ভব হয়েছে।
শনিবার বর্তমান পুর নিগমের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। শেষ দিনে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে ও সৌহার্দ্য বিনিময় করে একথা বলেন বিদায়ী মেয়র ডা প্রফুল্ল জিৎ সিনহা। সরকার থেকে নিযুক্ত প্রশাসক বর্তমানে পুর নিগম পরিচালনা করবে। তাকে সহযোগিতা করবে কর্মীরা। শহরের নাগরিকদের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব ছিল না। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী মেয়র। আগরতলা শহর যেন আরো সুন্দর হয় তার আশা ব্যক্ত করেন তিনি।