অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। সকলের চোখের সামনেই করোনার ভ্যাকসিন নিতে চলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী কারেন পেন্স। মানুষকে করোনার ভ্যাকসিন নিতে উৎসাহ দিতেই প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সস্ত্রীক মাইক। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাকসিন কতটা নিরাপদ ও কার্যকর সে বিষয়ে নিয়ে আমেরিকানদের মনে সন্দেহ রয়েছে। সেই সন্দেহ নিরসন করতেই ভাইস প্রেসিডেন্ট মাইক সস্ত্রীক প্রকাশ্যে টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট-এর টিকা নেওয়া এই অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমেরিকার স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা। এছাড়াও আমেরিকার স্বাস্থ্য কর্মকর্তা জেনারেল জারোম অ্যাডামসও প্রকাশ্যে টিকা নেবেন। এর আগে দেশের ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়েছেন। বাইডেন বলেছেন, আমেরিকাবাসী যাতে ভ্যাকসিনে বিশ্বাস ও আস্থা রাখতে পারেন সে কারণেই তিনি প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এরই মধ্যে করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে আমেরিকায় অনুমোদন পেল মডার্নার তৈরি ভ্যাকসিন। এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে।
এই নিয়ে দ্বিতীয় একটি ভ্যাকসিনকে অনুমোদন দিল মার্কিন সরকার। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টা কমিটি মডার্নার তৈরি ভ্যাকসিনে অনুমোদন দেয়। ওই কমিটির অনুমোদনের পর এফডিএ ভ্যাকসিন প্রয়োগ করার ব্যাপারে সম্মতি জানিয়েছে। উল্লেখ্য, করোনার মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। এই দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা গোটা বিশ্বে সর্বাধিক।