শহর ও পর্যটন উন্নয়নে এডিবির সাথে ২১০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত রাজ্যের

্স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরার বিকাশে আজ এক ঐতিহাসিক দিন৷ রাজ্যের শহরাঞ্চল ও পর্যটন শিল্পের উন্নয়নের জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব ডক্টর সিএস মহাপাত্রের উপস্থিতিতে রাজ্যের রেসিডেন্স ডিরেক্টর চৈতন্য মূর্তি ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর টাকেও কানিশির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়৷ প্রাথমিক ভাবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ৪০ কোটি টাকা প্রদান করবে৷

ওই অর্থে রাজ্যের ২০টি শহরাঞ্চল ও সমস্ত পর্যটন কেন্দ্রের উন্নয়নের নকশা নির্ধারিত হবে৷ প্রকল্পের নমুনা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আগামী তিন বছরের মধ্যে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ধাপে ধাপে শহরাঞ্চলের উন্নয়নের জন্য ১৬০০ কোটি টাকা ও পর্যটন শিল্পের উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা প্রদান করবে৷

এদিকে, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা৷ সেই লক্ষ্যেই রাজ্যের সার্বিক বিকাশে জোর দিয়েছে সরকার৷ সমস্ত কৃষি থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে পর্যটন, নগরোন্নয়ন-চলছে বিকাশের নিরবিচ্ছিন্ন কর্মসূচী৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?