প্রধানমন্ত্রী অভিভাবকের মতো উত্তর-পূর্বকে ঐক্যবদ্ধ করেছেন : বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, ১৯ ডিসেম্বর।। গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল ২০২০-তে অংশগ্রহণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে তিনি বলেন, আজ থেকে ১০ বছর আগেও উত্তর-পূর্ব ছিল অনগ্রসর।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় আজকে উত্তর-পূর্বের আটটি রাজ্যই অগ্রগতির পথে হাঁটছে এবং উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সমগ্র উত্তর-পূর্ব দেশের মধ্যে মডেল হয়ে উঠছে। আগে যোগাযোগের জন্য ত্রিপুরায় একটি মাত্র হাইওয়ে ছিল। কিন্তু এখন প্রধানমন্ত্রীর বিকাশের ধারায় ত্রিপুরায় নতুন সাতটি লাইফলাইন সংযোজিত হয়েছে।

রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে শিখিয়েছেন উগ্রবাদীদের সঙ্গে কোনও আপস নয় আবার অন্য দিকে বাম্বু ড্যান্সের মতো লোকশিল্পের প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকাও অনস্বীকার্য। প্রধানমন্ত্রী অভিভাবকের মতো উত্তর-পূর্বকে ঐক্যবদ্ধ করেছেন।

আমি একটা বড় সময় দিল্লিতে থাকতাম। লোকে আসামের শিলচর শহরকে চিনত কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম জানত না। আজকে সেই জায়গা থেকে ত্রিপুরা বেরিয়ে এসেছে। বলা হতো ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই বহুতল উঠত না।

এখন সেখানে ১৫ তলা বিল্ডিং নির্মাণ হচ্ছে। গোটা উত্তর-পূর্বের পর্যটন শিল্পের বিকাশ ঘটছে। আমি দেশের মানুষকে আবেদন জানাই, এখানে আসুন। উত্তর-পূর্বে মা কামাক্ষা ও মা ত্রিপুরাশ্বরীর আশীর্বাদ রয়েছে।

তাই সবচেয়ে বেশি অক্সিজেন এখান থেকেই সরবরাহ হয়। আমি সকলকে আহ্বান জানাই, যেন প্রধানমন্ত্রীর দিশায় আমরা উত্তর-পূর্বের অর্থনীতির সামগ্রিক বিকাশের লক্ষ্যে অগ্রসর হতে পারি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?