স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিশ-বত্রিশ মাস ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আর্জি জানানো হলেও অনুমতি পাননি বামক্রন্ট পরিচালিত নিগমের সদস্য-সদস্যরা৷
২০ ডিসেম্বর এএমসির বর্তমান কমিটির মেয়াদ শেষের পূর্বে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুললো নিগমের বর্তমান মেয়র সমর চক্রবর্তী৷তিনি বলেন, রাজ্যের নগরউন্নয়নের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
বিগত ৩০-৩২ মাস ধরে একবারের জন্যও নিগমের সদস্য-সদস্যাদের সাথে বৈঠকের প্রয়োজন বোধ করেননি তিনি৷ তার কথায় যদি নিগমের কাজকর্মে কোথাও কোন ঘাটতি থাকে কিংবা কোন ধরনের পরামর্শ থাকে তা ওই বৈঠকে আলোচনা করা যেতো৷ যাতে করে উপকার হতো রাজধানীবাসীরই৷
কিন্ত মুখ্যমন্ত্রীর সাথে কোন ধরনের বৈঠক না হওয়ায় তেমনিভাবে নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসাবে তার কাছ থেকে কোন ধরনের পরামর্শ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তারা৷ তিনি বলেন, মুখামন্ত্রীর সাথে বৈঠকের আর্জি জানিয়ে লিখিত চিঠিও দিয়েছেন তারা৷ কিন্তু তাতেও মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি৷
এদিন সাংবাদিক সম্মেলন করে বিগত বামক্রন্ট আমলের রাজধানীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তিও তুলে ধরেন তিনি৷ পাশাপাশি বর্তমান রাজ্য সরকার সামাজিক ভাতা প্রাপকের তালিকা থেকে যে পদ্ধতিতে ভাতা প্রাপকদের বাদ দেওয়া হয়েছে তারও তীব্র আপত্তি জানান তিনি৷