স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। রাজধানী চানমারী এলাকায় নিজ বাড়ি থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। মৃত মহিলার নাম দিপালী দেবনাথ। বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনার বিবরণে জানা যায় দিপালী দেবনাথের বাড়িতে তার স্বামী ও ছেলে কেউ ছিলেন না। পরবর্তী সময় ছেলে ঘরে এসে দেখে তার মায়ের মৃতদেহ ঝুলছে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে।
খবর দেওয়া হয় পূর্ব আগরতলা মহিলা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। দিপালী দেবনাথের ছেলের অভিযোগ তার মাকে খুন করা হয়েছে। কিছুদিন আগে তার মায়ের সাথে পাড়ার কিছু যুবকের ঝামেলা হয়েছিল।