অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। দেশের ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকে মামলা-মোকদ্দমার হাত থেকে রক্ষা করার জন্য কেন্দ্র উপযুক্ত ব্যবস্থা নিক। শনিবার কেন্দ্রের কাছে এই আর্জি জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। আদর এদিন বলেন, দেশ এক ভয়ঙ্কর স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে যত শীঘ্র সম্ভব ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বিভিন্ন ভ্যাকসিন নির্মাতা সংস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার করছে। এমনকি, তারা মামলাও দায়ের করেছে। এসব যাতে বন্ধ হয় সে ব্যবস্থা করুক কেন্দ্র।
আদরের দাবি, ভ্যাকসিন নেওয়ার ফলে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এমন মিথ্যা অভিযোগ তুলে আগেও মামলার চেষ্টা হয়েছে। বেশিরভাগ ভ্যাকসিন নির্মাণকারী সংস্থাকেই এমন মিথ্যা অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। এর ফলে ভ্যাকসিন নিয়ে মানুষের মনে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে। ভ্যাকসিন দিয়ে মানুষের জীবন রক্ষা করাই তাঁদের উদ্দেশ্য। ভ্যাকসিন প্রয়োগে কোন বড় মাপের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাঁরা কখনওই সেই ভ্যাকসিন বাজারে আনবেন না। এ বিষয়টি মানুষকে বুঝতে হবে। কিন্তু তা না বুঝে অনেকেই সংস্থাকে হেনস্থা করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, মামলা করছেন।
তাই সরকারের উচিত ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকে উপযুক্ত সুরক্ষা দেওয়া। উল্লেখ্য, কয়েকদিন আগে অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিন নিয়ে চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবক জটিল স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন। সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিপূরণ বাবদ পাঁচ কোটি টাকার একটি মামলা দায়ের করেন। সেরাম অবশ্য স্পষ্ট জানিয়ে দেয়, তাদের তৈরি ভ্যাকসিন নিয়ে কখনওই স্নায়ুর রোগ হতে পারে না। এরপর সেরাম ওই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি পাল্টা মানহানির মামলা দায়ের করে। সেরাম পাল্টা জানায়, তাদের তৈরি ভ্যাকসিন যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ। তারা একাধিকবার পরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। এছাড়াও সরকারের বিভিন্ন সংস্থাও তাদের ভ্যাকসিন পরীক্ষা করে সুরক্ষিত বলে জানিয়েছে।