অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। আড়াই দিনেই শেষ হয়ে গেল বহুচর্চিত গোলাপি বলে দিনরাতের টেস্ট। মাত্র ৩৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারতের! ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত অলআউট হয়ে গিয়েছিল ৪২ রানে। শনিবার অ্যাডিলেডে সেই পরিসংখ্যানও হার মানল বিরাট কোহলিদের সামগ্রিক ব্যর্থতার সামনে। জয়ের জন্য ৯০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৯৩ রান তুলে প্রথম টেস্ট জিতল। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেট ইতিহাসে এত কম রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার ঘটনা ভারতীয় ক্রিকেটের কাছে নতুন কিছু নয়।
কিন্তু শনিবার ৩৬ রানে বিশ্বের এক নম্বর টেস্ট দলের আত্মসমর্পণের ছবিটা কেউ যেমন বিশ্বাস করতে পারছেন না, তেমনই মেনে নিতে পারছেন না। ভারত যখন তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস শুরু করে, তখন রান ছিল ৯-১, ওভার সংখ্যা ছিল ৬। পরের আট উইকেট ধসে পড়ল ২৭ রানে মধ্যে! একদিক থেকে প্যাট কামিন্স, অন্য দিক থেকে জশ হেজলউড। দুই পেসারই শেষ করে দিলেন ভারতীয় দলকে। এবং ভারতীয় দলের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের স্কোরটা দাঁড়ায় ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪। তাও হেজলউডের বল মহম্মদ শামির (অপরাজিত অবসৃত ১) হাতে লাগায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হলেন।
কিন্তু স্কোরবোর্ডে সেই রানও তো লেখা থাকবে। যদিও সুনীল গাভাসকার মনে করেন, ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশাকে সামনে এনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংকে খাটো করা অর্থহীন। তিনি বলেছেন, “টেস্ট ক্রিকেট শুরু হওয়ার পর থেকে যে কোনও দলেরই এত কম রানে আউট হয়ে যাওয়ার ছবিটা দেখা মোটেও সুখকর নয়। কিন্তু আমার মনে হয়েছে, ভারতের বদলে অন্য কোনও দল খেলতে নামলেও ছবিটা হয়তো তেমন বদলাত না। হতে পারে রানটা হয়তো
৮০-৯০ হতে পারত। কিন্তু কামিন্স এবং হেজলউড যে আগুনে, অকল্পনীয় বোলিং করেছে। ভারতীয় ব্যাটসম্যানরা তার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি।” কিন্তু তাতেও কোহলিদের দলের ব্যর্থতাকে আড়াল করা যাচ্ছে না। বীরেন্দ্র সহবাগ যেমন টুইট করেছেন, “৪৯২০৪০৮৪০৮১, এই ওটিপি নম্বরটা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়, ততই মঙ্গল।” প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম টুইট করেছেন, “আমি তো কিছুটা সময়ের জন্য গল্ফ খেলতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ম্যাচ শেষ! এটা কেমন হল।
” প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, “আমি তো আগেই বলেছি ফল হবে ৪-০, অস্ট্রেলিয়ার পক্ষে। সেটারই সূত্রপাত হল।” সত্যি তা হবে না তো? ভারতীয় ক্রিকেটমহলে সেই গুঞ্জনও শুরু হয়ে গেল শনিবার থেকে। টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর: ২০২০: তৃতীয় ইনিংস ৩৬, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড। ১৯৭৪: তৃতীয় ইনিংস, ৪২, প্রতিপক্ষ ইংল্যান্ড, লর্ডস। ১৯৪৭: দ্বিতীয় ইনিংস, ৫৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ব্রিসবেন। ১৯৫২: দ্বিতীয় ইনিংস, ৫৮, প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টার। ১৯৯৬: চতুর্থ ইনিংস, ৬৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ডারবান।