অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। কোর্টের বাইরে নানা সময়ে তাঁর সঙ্গে জড়িয়েছে অনেক পুরুষের নাম। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। একটা সময় তাঁদের ঘনিষ্ঠতা দেখে মনে হয়েছিল, খুব তাড়াতাড়ি তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। যা তাঁকে মানসিক ভাবে খুব ধাক্কা দিয়েছিল। প্রাক্তন রুশ টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভা এবার নিজেই জানিয়ে দিলেন তাঁর বিয়ের খবর। ঘোষণাও করে দিলেন হবু স্বামীর নাম। শারাপোভার হবু স্বামীর নাম আলেকজান্ডার গিলকেস। যিনি পেশায় ব্যবসায়ী।
ইংল্যান্ডের জনপ্রিয় নিলাম সংস্থা প্যাডলএইট সংস্থার কর্ণধার। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিলকেসের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করে মারিয়া জানিয়ে দেন তাঁর বিয়ের খবর। ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার মারিয়া হবু স্বামীকে চুম্বন করার ছবি পোস্ট করে লিখেছেন, “প্রথম দেখার দিন থেকেই আমি হ্যাঁ বলে এসেছি। সেটাই ছিল আমাদের গোপনীয়তা। তাই নয় কী।”লন্ডনের বিত্তশালী দুনিয়ায় গিলকেস খুবই পরিচিত নাম। তাঁর সঙ্গে দারুণ ঘনিষ্ঠতা রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের দুই সদস্য প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের।
এ ছাড়াও সম্পর্ক রয়েছে কেট মিডলটনের সঙ্গেও। এর আগেও গিলকেস বিয়ে করেছিলেন। পাত্রী ছিলেন হ্যারির একদা ঘনিষ্ঠ সঙ্গিনী, ফ্যাশন ডিজাইনার মিশা নোনো। তবে পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যমে ২০১৮ সালে প্রথমবার গিলকেসের সঙ্গে শারাপোভার গোপনে ডেটিং করার প্রসঙ্গ প্রকাশিত হয়। তখন অবশ্য কেউই এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। এই বছরের ফেব্রুয়ারিতে শারাপোভা টেনিস থেকে অবসর নেওয়ার পরে গিলকেস সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে ভালবাসা জ্ঞাপন করেন। সেখানে তিনি রুশ টেনিস তারকার প্রতি তাঁর ভালবাসার কথাও ব্যক্ত করেন। তখনই ধীরে ধীরে ছবি স্পষ্ট হতে থাকে। শুক্রবার সমস্ত জল্পনার অবসান হল। তাঁর সঙ্গেই বিয়ের কথা জানিয়ে দিলেন মারিয়া।