অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে দর্শক আগ্রহ দিন দিন বাড়ছে। ইয়াশ রাজ ফিল্মসের এ ছবির অংশ হচ্ছেন সালমান খান ও হৃতিক রোশন। সেখানেই আছে বিশাল চমক। শোনা যাচ্ছে, ‘পাঠান’-এর চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে যাতে সালমানের ‘টাইগার থ্রি’ এগিয়ে যাওয়ার নতুন গল্প পায়। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানায়, লম্বা ক্যামিও রোলের জন্য ১৫ দিনের শিডিউল দিয়েছেন সালমান।
তাকে এসপিওনাজ থ্রিলার ‘টাইগার সিরিজ’-এর মূল চরিত্রে পাওয়া যাবে ‘পাঠান’-এ। ছবির ক্লাইমেক্সে তার বড়সড় ভূমিকা থাকছে। মুক্তি প্রতীক্ষিত ‘সিম্বা’য় একইভাবে অজয় দেবগনকে রেখেছেন রোহিত শেঠি। কিন্তু সালমানের ভূমিকা আরও বিস্তৃত। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, সালমানের পরের ছবি ‘টাইগার থ্রি’র গল্প শুরু ‘পাঠান’ থেকে! তবে একটি ওপেন-এন্ডেড গল্প হবে না। বরং ‘টাইগার থ্রি’র গল্পের ভিত্তি তৈরি হবে ‘পাঠান’-এর দেখানো পথ ধরে। তবে এটা স্পষ্ট নয় যে, ছবির ভিলেন জন আব্রাহামও কি সালমানের ছবি ভিলেন হবেন নাকি তার গল্প শাহরুখের সঙ্গেই শেষ হবে।
‘জিরো’র ভরাডুবির দুই বছর পর ‘পাঠান’ দিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।