অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। বাবার পথেই কী ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্যারিয়ারে ডালপালা মেলবেন পুত্র কাই রুনি? সেটা সময় বলবে, তবে ম্যানচেস্টারের জার্সিতে কাইয়ের নায়ক হয়ে ওঠার প্রাথমিক ধাপটা সম্পন্ন হয়ে গেল সম্প্রতি। ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ একাডেমিতে সই করে ফেললেন ওয়েন রুনির ১১ বছরের ছেলে কাই রুনি।
২০০৪ সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে ১৩ মৌসুম ধরে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫৯টি ম্যাচ খেলেছেন সিনিয়র রুনি। স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের রেকর্ড ছাপিয়ে সর্বাধিক গোলস্কোরার (২৫৩) হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইংরেজ স্ট্রাইকার।
একসময় ইউনাইটেড আর রুনি ছিলেন সমার্থক। ২০১৭ সালে ইউনাইটেডে দীর্ঘ প্রায় দেড় দশকের ফুটবল জীবন শেষ করে প্রথম ক্লাব এভার্টনে ফিরে গিয়েছিলেন রুনি। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে ইংরেজ ফুটবলারের নাড়ির টান কখনো শেষ হওয়ার নয়। বৃহস্পতিবারের ঘটনা যেন তারই প্রমাণ। বর্তমানে চ্যাম্পিয়নশিপ ক্লাব ডার্বি কাউন্টির ম্যানেজার পদে আসীন ওয়েন রুনি বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার বড় ছেলের ম্যান ইউ অ্যাকাডেমিতে যোগদানের কথা ঘোষণা করেন।