অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। লোকসভা ভোটে দলের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি। কোনও অবস্থাতেই তিনি আর ওই পদে ফিরবেন না এমনটাই জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলের বেহাল পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের অনড় অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাহুল। শনিবার দলের বিক্ষুব্ধ এবং প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধিও। সেখানেই তিনি দলের সভাপতি পদে ফেরার ইঙ্গিত দেন। এদিনের বৈঠকে ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেন, দল যেভাবে চাইবে আমি সেভাবেই কাজ করার জন্য তৈরি আছি। রাহুলের এই মন্তব্যে রাজনৈতিক মহল মনে করছে, তিনি ফের কংগ্রেস সভাপতি পদে ফিরছেন। খুব সম্ভবত ২০২১-এর শুরুতেই রাহুলকে কংগ্রেস সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। নতুন বছরে রাহুল পূর্ণ উদ্যোমে দল পরিচালনার কাজ শুরু করবেন। একের পর এক রাজ্যে নির্বাচনে দলের ভরাডুবির পর একজন সর্বক্ষণের সভাপতি নিয়োগের দাবি জানিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছিলেন ২৩ জন কংগ্রেস নেতা।
২৩ জন নেতার ওই চিঠিতে সে সময় দলের অন্দরে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল। ওই ঘটনার প্রায় চার মাস পর বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া। এদিন তাঁর ১০ জনপথের বাসভবনে এই বৈঠক হয়। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা ধরে বৈঠক চলে। ওই বৈঠকে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে চুলচেরা বিচার করা হয়। সেখানেই বিক্ষুব্ধ নেতারা জানান একজন সর্বক্ষণের সভাপতি না থাকায় দল কার্যত কান্ডারীহীন অবস্থায় পড়ে রয়েছে। নিচুতলার নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন। সেই সুযোগে ফায়দা লুটছে বিজেপি। দলকে শক্তিশালী ও চাঙ্গা করতে হলে অবিলম্বে একজন পূর্ণ সময়ের সভাপতি নিয়োগ করা প্রয়োজন। প্রয়োজনে রাহুল এই দায়িত্ব নিতে পারেন।
দলীয় নেতাদের এই বক্তব্যের পর সভায় রাহুল বলেন, আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক। দল যা চাইবে, আপনারা যা চাইবেন, সেই মতই আমি চলব। দলের ভালর জন্য আমি আপনাদের পরামর্শ মেনেই এগিয়ে যাবে। এদিনের সভায় রাহুলের এই মন্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস সভাপতি পদে রাহুলের ফেরা শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত ২০২১-এর জানুয়ারিতে নতুন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হবে। মধ্যবর্তী এই সময়ে রাহুল দল পরিচালনার জন্য অন্যদের বেছে নেওয়ার কাজ করবেন। সেই কাজ চূড়ান্ত হলেই কংগ্রেস সভাপতি পদে তাঁর নাম ঘোষণা করা হবে।