আমবাসা রেল পুলিশের কাণ্ডকীর্তিতে হতবাক সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৯ ডিসেম্বর।। আমবাসা রেল পুলিশের কাণ্ড-কারখানায় হতবাক সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা যায় গত ১৭ জুলাই আমবাসা রেল স্টেশনে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। এর পরিপ্রেক্ষিতে আমবাসা GRPS এর পক্ষ থেকে ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভঙ্গ করায় সমন পাঠানো হয় ঐদিনের আন্দোলনকারিদের  নামে। শনিবার তাদের সাথে সমন আসে আমবাসায় এয়ারটেল কমপানিতে কর্মরত এক যুবকের এখানে। এই সমন পেয়ে হতবাক সুরজিৎ দেব নামে ঐ যুবক। তার বাড়ি আমবাসা মহকুমার ডলুবাড়ি এলাকায়।

সে জানায় ঐদিন সে নিজ দায়িত্বে কাজ করছিলেন। কোম্পানিতে তার অ্যাটেনডেন্স দেওয়া রয়েছে। তাছাড়া বর্তমানে তারা যেই জায়গায় বসে কাজ করে সেই জায়গা থেকে কোনভাবেই সরে আসা যায় না কারণ তাদের মোবাইল এর মাধ্যমে ট্র্যাক করা হয়। তাই ওইখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। তবে কি করে এই সমন এলো সেটাই বুঝে উঠতে পারছে না। যদিও পরবর্তী সময়ে আমবাসা স্টেশন থানায় গেলে তাদের বক্তব্য একটাই সমন গেছে এখন আর কিছু করার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি ঐদিন সেখানে উপস্থিতই ছিল না ওই ব্যক্তির নামে সমন আসে কি করে?  প্রশ্ন উঠেছে আমবাসা রেল পুলিশের ভূমিকা নিয়েও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?