অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগল এক কৃষক সংগঠন। অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর মত নয়, বরং বিজেপি নেতার মত ব্যবহার করছেন। উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকারের করা তিন কৃষি আইনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখিয়েছে একাধিক কৃষক সংগঠন। যদিও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি।
বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কৃষকদের নতুন কৃষি আইনের সুফল বোঝানোর চেষ্টা করে চলেছেন। তার প্রেক্ষিতে মোদির বিরুদ্ধে এই অভিযোগ করল অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি। কৃষক সংগঠনের পক্ষ থেকে এদিন বলা হয়, বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ১৮৭০ টাকা। কিন্তু সেই ধান চাষীরা কুইন্টাল প্রতি মাত্র ৯০০ টাকা দামে বিক্রি করছেন। কিন্তু প্রধানমন্ত্রী এসব খবর রাখেন না।এই মুহূর্তে প্রধানমন্ত্রী তাঁদের আন্দোলনকে অহেতুক ছোট করছেন। তাঁদের আন্দোলনের পিছনে রাজনৈতিক দলের মদত আছে বলে অকারণ অভিযোগ করছেন।
কিন্তু মোদির উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের সমস্যার বিষয়টি বোঝার চেষ্টা করা এবং সেই সমস্যা সমাধানে এগিয়ে আসা। কিন্তু তিনি সেটা না করে সস্তা রাজনীতি করছেন। অকারণেই কৃষকদের এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগের কথা টেনে আনছেন। যা কোনওভাবেই ঠিক নয়। উল্লেখ্য শুক্রবার মধ্যপ্রদেশের রায়সেন জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন। সেখানে প্রধানমন্ত্রী নতুন কৃষি আইনের সুফলের কথা কৃষকদের বোঝান। একই সঙ্গে অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলির মদতে কিছু কৃষক আন্দোলন করছে। আসলে বিরোধী দলগুলি কৃষকদের উন্নয়নের জন্য নয়, নিজেদের ভোট ব্যাঙ্কের জন্যই কৃষকদের ভুল বুঝিয়ে পথে নামিয়েছে।