স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটির অনির্দিষ্ট কালের গনঅবস্থান কর্মসূচী ১২ তম দিনেও অব্যাহত রয়েছে। চাকুরির স্থায়ী সমাধানের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য গনঅবস্থান সংগঠিত করে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটি। কিন্তু শুক্রবার পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোন ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ।
তবে গনঅবস্থানের পাশাপাশি নতুন নতুন কর্মসূচী পালন করা শুরু করে দিয়েছে জয়েন্ট মোভমেন্ট কমিটি। তারই অঙ্গ হিসাবে এইদিন গনঅবস্থানের সমর্থনে গনস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়। চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটির নেতৃত্বদের দাবি সমাজের সকল অংশের মানুষ তাদের আন্দোলনকে সমর্থন করছে। তা প্রমান করতেই এইদিনের গনস্বাক্ষর কর্মসূচী।