স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৮ ডিসেম্বর।। স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। শুক্রবার খোয়াই এর জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্ত সিআরপিএফ জওয়ান অখিল দাসকে ভারতীয় দণ্ডবিধির 302,556, 498এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন। গৃহবধূ খুনের ঘটনাটি ঘটে 2017 সালের 6 এপ্রিল তেলিয়ামুড়া থানাধীন গৌরাঙ্গ টিলা এলাকায় অভিযুক্তের ভাড়া বাড়িতে। ঐদিন গৃহবধূ সীমা দাসকে খুন করে তার স্বামী অখিল দাস । এরপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। প্রচার চালায় গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পরদিন গৃহবধূর পিতা স্বপন দাস অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্ত জামিনে মুক্তি পায়। তবে আদালতে মামলা চলতে থাকে। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মুঙ্গেশ পাটারি 2017 সালের নভেম্বরে আদালতে চার্জশিট জমা দেয়। এই মামলায় সরকার পক্ষের 22 জন এবং আসামির পক্ষে চারজন মোট 26 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে দীর্ঘ বৎসর মামলাটি চলার পর শুক্রবার খোয়াইয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অভিযুক্ত অখিল দাসকে দোষী সাব্যস্ত করে , যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
তৎসঙ্গে 10 হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের হাজতবাসের নির্দেশ দেন। এদিকে গৃহবধূ খুনের অপর অভিযুক্ত অখিল দাস এর বড় ভাই অপূর্ব দাসকে সাক্ষ্য প্রমাণাদির অভাবে বেকসুর খালাস করে দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি বিকাশ দেব । তাকে সাহায্য করেন আইনজীবী দেবাশীষ দেবনাথ।