স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। প্রতি বছরই রোটারি ক্লাব অব আগরতলা সিটি-র উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শিবির অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম হয়নি এই বছরও। শনিবার রোটারি ক্লাব অব আগরতলা সিটি-র উদ্যোগে রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমে অনুষ্ঠিত হয় চোখের ছানি অপারেশন শিবির, এইদিনের শিবিরে ১৭ জনের চোখের ছানি অপারেশন করা হয়। রোটারি ক্লাব অব আগরতলা সিটি-র এক সদস্য জানান প্রতি বছর ৫০ জনের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে থাকে রোটারি ক্লাব অব আগরতলা সিটি।
এই বছর করোনা ভাইরাসের প্রকোপের জেরে ২০ জনকে চিহ্নিত করা হয় চোখের ছানি অপারেশনের জন্য। কিন্তু তার মধ্যে বিভিন্ন সমস্যা থাকায় ৩ জনের চোখের ছানি অপারেশন করা যায়নি। বাকি ১৭ জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। ডাক্তার সত্যজিৎ পাল ও ডাক্তার একে চাকমা চোখের ছানি অপারেশন করেছেন বলেও জানান তিনি।