অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। সতীর্থ হিসেবে মার্ক-আন্দ্রে টের স্টেগেন তো লিওনেল মেসির কাছ থেকে ভোট দাবি করতেই পারেন! কিন্তু ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে সেরা গোলরক্ষক নির্বাচনে সতীর্থ স্টেগেনকে নিজের পছন্দের তিনেও রাখেননি বার্সেলোনা অধিনায়ক মেসি! বৃহস্পতিবার ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। যেখানে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ছেলেদের বিভাগে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানডোস্কি।
যা এক রকম অনুমিতই ছিল। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখে লেভানডোস্কির সতীর্থ ম্যানুয়েল নয়্যার।সেটিও আসলে অবাক করা কিছু ছিল না। তবে কে কাকে ভোট দিয়েছেন তা প্রকাশ হওয়ার পরই উঠে এসেছে কিছু অবাক করা তথ্য। বিভিন্ন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হয় বর্ষসেরা। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিওনেল মেসি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যেখানে দেখা যাচ্ছে বার্সা অধিনায়ক গোলরক্ষক ক্যাটাগরিতে সতীর্থ স্টেগেনকে সেরা তিনেও রাখেননি।
গোলরক্ষক ক্যাটাগরিতে মেসির কাছ থেকে ৫ পয়েন্ট পেয়েছেন পিএসজির কাইল নাভাস, ৩ পয়েন্ট পেয়েছন বায়ার্নের নয়্যার, ১ পয়েন্ট পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের ইয়ান আবলাক। বিষয়টি মেসি ও টের স্টেগেনের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটি আরো উসকে দিয়েছে। মাঠ ও মাঠের বাইরে মেসি ও টের স্টেগেনের সম্পর্ক নাকি মোটেও ভালো নয়। ক্লাবের বিভিন্ন ইস্যুতে মতভেদের কারণে নাকি দুজনের দূরত্ব বেড়েছে। টের স্টেগেন বর্তমানে বার্সেলোনার অধিনায়ক প্যানেলেও নেই। মেসি মূল অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন জেরার্ড পিকে, সার্জিও রবের্তো ও সার্জিও বুসকেটস। দুইয়ে দুইয়ে চার মেলালে অন্য কিছুরও ইঙ্গিত মিলছে।
বর্ষসেরা ফুটবলার হিসেবে মেসি বেছে নিয়েছেন নিজের দীর্ঘদিনের বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে। পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রথমে রেখেছেন তিনি। দুইয়ে রেখেছেন পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তিনে রেখেছেন লেভানডোস্কিকে। অর্থাৎ পিএসজির তারকারাই মেসির কাছ থেকে ভোট পেয়েছেন বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেসি পিএসজিতে পাড়ি দিতে পারেন বলে নানা গুঞ্জন ছড়িয়েছে। ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের ভোটিংয়ে কি সেই গুঞ্জন সত্যি হওয়ারই ইঙ্গিত থাকল!