অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে সমুদ্র সৈকতে এক আগন্তুকের সঙ্গে সেলফি তোলায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। ওই সেলফি তোলার সময় পিনেরার মুখে মাস্ক ছিল না বলেই তাকে জরিমানার কবলে পড়তে হয়েছে। চিলিতে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। জরিমানার পাশাপাশি কারাদণ্ডের বিধানও রেখেছে স্থানীয় প্রশাসন।
চিলির প্রেসিডেন্ট জানান, নিজের বাড়ির কাছের সমুদ্র সৈকতে হাঁটতে গেলে এক নারী তাকে চিনে ফেলেন ও একসঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেলফিতে কাছাকাছি দাঁড়ানো পিনেরা ও নারী দুজনের মুখেই মাস্ক দেখা যায়নি। উল্টাপাল্টা কাজের জন্য চিলির এ ডানপন্থী প্রেসিডেন্টের বেশ খ্যাতি আছে।
গত বছর রাজধানী সান্তিয়াগোতে অসাম্যর বিরুদ্ধে লাখো মানুষের তুমুল প্রতিবাদের সময়ও পিনেরাকে একটি পিজা পার্টিতে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। মাস্ক ছাড়া সেলফি তোলার পর বিপদ বুঝতে পেরে ক্ষমা চেয়ে বিবৃতি দেন। তাতেও রক্ষা পেলেন না।