অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। দেশজুড়ে ‘লাভ জেহাদ’ বিতর্কের মধ্যে এমনই এবার ধর্ম বদলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১২ দিন ধরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ওড়িশার এই ঘটনায় ২৪ বছরের অভিযুক্ত মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ৫ ডিসেম্বর কলেজে যাওয়ার পথে ওই তরুণীকে অপহরণ করে অভিযুক্ত। তাঁর মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়া হয়।
পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও কোনও হদিশ না পেয়ে, পুলিশে অভিযোগ দায়ের করে। এফআইআরে তরুণীর বাবা অভিযোগ করেন, অভিযুক্ত যুবক বারবার তাঁর মেয়েকে ধর্ম বদল করে বিয়ে করার জন্য উত্যক্ত করত। যেহেতু ওই তরুণী সেই প্রস্তাবে রাজি হননি, তাই তাঁকে অপহরণের হুমকি দেয় অভিযুক্ত। ধর্মশালা থানার পুলিশ ইনস্পেক্টর সরোজ সাহু জানাচ্ছেন, ‘গত বৃহস্পতিবার কটক থেকে ২১ বছরের ওই তরুণীকে উদ্ধার করা হয়।
মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। জেলাশাসকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। বিচারবিভাগীয় হেফাজত পাঠানো হয়েছে অভিযুক্তকে।’ জানা গিয়েছে, কেবল অভিযুক্তই নয়, তার বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধেও লাগাতার তরুণী ও তার অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।