অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। ২০২১-এ ভারতে তৈরি হতে চলেছে স্পুটনিক ভি ভ্যাকসিন। আগামী বছর প্রায় ৩০ কোটি স্পুটনিক ভি করোনা টিকা তৈরি করবে ভারত। আজ এমনই জানালেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। প্রসঙ্গত, এর আগে ঘোষিত পরিমাণের থেকে এই সংখ্যাটা প্রায় তিনগুণ। এই মর্মে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের একাধিক সংস্থার মধ্যে। কিরিল দিমিত্রিয়েভ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভারতে চারটি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আগামী বছর আমাদের জন্য ভারতে ৩০ কোটি বা তার বেশি ডোজের ভ্যাকসিন তৈরি হবে। স্পুটনিক ভি তৈরি করার জন্য ১১০টি সংস্থা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। তার মধ্যে ১০টি সংস্থা যাবতীয় শর্ত পূরণ করতে পেরেছে।
সেই সংস্থাগুলিই এই ভ্যাকসিন তৈরি করবে। যদিও রাশিয়া এখনও স্পষ্ট করেনি, কোন কোন সংস্থার সঙ্গে তারা চুক্তি করেছে, তবে আগামী বছর ভারতে যে যথেষ্ট পরিমাণ টিকা তৈরি হতে চলেছে, সেই ইঙ্গিত স্পষ্ট।সুত্রের খবর, ইতিমধ্যে ভারতে চলছে স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক প্রয়োগ। তাতে সাফল্য লাভ করলেই দেশে টিকা দেওয়ার অনুমতি পাবে সংস্থা। সেই কারণেই সংস্থা ইতিমধ্যে ভারতের বৃহৎ চারটি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশগুলির অন্যতম। এই দেশে টিকার চাহিদাও অন্য দেশের থেকে বেশি।
সেই কারণে ভারতে টিকা উৎপাদনে বিনিয়োগও যথেষ্ট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি ৯৫ শতাংশ কার্যকর। পুতিনকে উদ্ধৃত করে রাশিয়ার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কয়েকজন বিশেষজ্ঞ এমনও দাবি করছেন, স্পুটনিক ভি ৯৬ থেকে ৯৭ শতাংশ কার্যকর।