৯৯.৯৯ শতাংশ নেতা ও কর্মী রাহুলকেই কংগ্রেস সভাপতি দেখতে চান

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। কংগ্রেসের ৯৯.৯৯ শতাংশ নেতা ও কর্মী রাহুল গান্ধিকেই দলের সভাপতি পদে দেখতে চান। শনিবার এই মন্তব্য করলেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। রণদীপ এদিন বলেন, খুব শীঘ্রই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তার আগে আগামী ১০ দিন ধরে নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। তিনি নতুন সভাপতি নির্বাচনের ব্যাপারে সকলের কাছ থেকে মতামত জানবেন।

গুলাম নবি আজাদ, কপিল সিবাল, সলমান খুরশিদের মতো নেতাদের সঙ্গে কথা বলবেন দলনেত্রী। উল্লেখ্য, অগস্ট মাসে ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়াকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে দলের শীর্ষ নেতৃত্বের কার্যকারিতা নেই তাঁরা প্রশ্ন তুলেছিলেন। মূলত তাঁদের লক্ষ্য ছিলেন রাহুল। দলের নির্বাচিত সভাপতি না হয়েও রাহুল পিছন থেকে দলকে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেন তাঁরা। এদিনই সোনিয়া দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বিহার বিধানসভা নির্বাচনে দলের লজ্জাজনক ফলাফল হওয়ার পরই একাধিক নেতা দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি তোপ দেগেছেন।

প্রবীণ নেতারা প্রায় সকলেই মনে করছেন, রাহুল দলকে সামলাতে পারছেন না। তাই তাঁর সরে দাঁড়ানো উচিত।অন্যদিকে রাহুল শিবিরের বক্তব্য, খুব শীঘ্রই সংগঠনে রদবদল করা হবে। এজন্য এআইসিসির অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনে রাহুলের সভাপতির পদ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতেই বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন সোনিয়া। আগামী বছরের শুরুর দিকে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ওই রাজ্যগুলিতে ভাল ফল করাই এখন কংগ্রেসের লক্ষ্য। কিন্তু কংগ্রেস যদি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যস্ত থাকে তাতে যে তাদের ভাল ফল হবে না সেটা বলাই বাহুল্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?