অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। মর্মান্তিক! বন্ধুর বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে অন্ধ্র প্রদেশের পেন্না নদীতে ডুবল সাত কিশোরের। মৃতদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।’ বৃহস্পতিবার বিকেলের এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় গতকাল রাতে দু’জন এবং শুক্রবার সকালে আরও দুটি দেহ উদ্ধার হয়েছে।
বাকিদের খোঁজে চলেছে তল্লাশি।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত সোমশেখর, যশবন্ত, জগদীশ, সতীশ, রাজেশ, চেন্নু ও তরুণ তিরুপতির বাসিন্দা। বন্ধু ইরুভারি শিবকুমারের বাবার প্রথম মৃত্যু বার্ষিকীতে অংশগ্রহণ করতে তারা সিদ্ধবটম শহরে এসেছিল। অনুষ্ঠান শেষের পর বন্ধুরা মিলে পেন্না নদীতে স্নান করতে যায়। কিছুক্ষণ পরে শিবকুমার তীরে উঠে এলেও বাকি সাত জন নদীর গভীরে সাঁতার কাটতে যায়।
পুলিশের অনুমান, নদীর গভীরতা বুঝতে না পেরে এবং প্রবল স্রোতের আন্দাজ না পেয়েই তারা নিয়ন্ত্রণ হারায়। শিবকুমার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাটি পুলিশকেজানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। রাত ৯টা নাগাদ উদ্ধার হয় সোমশেখর ও রাজেশের দেহ।
আজ, শুক্রবার সকালে আরও দুই কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। দেহগুলি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্ধবটম শহরের পুলিশ সাব-ইন্সপেক্টর রমেশ বাবু জানিয়েছেন, বাকি তিনটি দেহ নদীর গভীরে থাকা বালিতে আটকে গিয়েছে বলে মনে করা হচ্ছে।