স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।।চাকরিচ্যুত শিক্ষকদের গণ-অবস্থান আন্দোলন আজ ১২দিন অতিক্রান্ত হয়েছে।তারা আন্দোলনে অনড় থাকলেও রাজ্য সরকারের তরফ থেকে দাবি মিটিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মিলেনি। সে কারণে বাধ্য হয়ে তারা গণঅবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে।রাজ্য সরকার যতদিন পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকরিতে নিযুক্তির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।রাজ্য সরকার এবং আন্দোলনকারীরা অনড় অবস্থানে থাকায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করার সম্ভাবনা দেখা দিয়েছে।
গণ-অবস্থান আন্দোলনের দ্বাদশতম দিনে আন্দোলনকারীরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন।রাজ্য সরকারের তরফে যতদিন পর্যন্ত আন্দোলন মঞ্চে এসে চাকুরীর সুনির্দিষ প্রতিশ্রুতি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না, বরং আন্দোলন আরও তেজি হবে বলে তাঁরা জানিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।আন্দোলনকারীদের জন্য খাবার দাবারের প্রয়োজনীয় জোগান দিচ্ছেন সাধারণ মানুষ জন। উল্লেখ্য গত বামফ্রন্ট সরকারের আমলে ১০৩২৩ জন শিক্ষককে নিযুক্তি দেওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা গড়িয়েছিল।
সর্বোচ্চ আদালত শিক্ষকদের নিয়োগ অবৈধ বলে ঘোষণা করে। এমনকি তাদেরকে চাকরি চাকরি থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে সর্বোচ্চ আদালত।গত প্রায় নয় মাস ধরে চাকরিচ্যুত রা অসহায় অবস্থায় জীবনযাপন করছে।বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে তাদের ভিশন ডকুমেন্ট এ আশ্বাস দিয়েছিল ক্ষমতায় ফিরলে চাকরিচ্যুতদের নিয়োগের বিষয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত তাদেরকে নিযুক্ত করা হয়নি। সেকারণেই তারা আন্দোলনে শামিল হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীও দুমাসের মধ্যে যা কিছু তাদের কর্মসংস্থানের সুনিদৃষ্ট আশ্বাস দিয়েছিলেন।মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এর সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর তারা আন্দোলন আরও তেজি করার সিদ্ধান্ত গ্রহণ করে।চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন দ্বাদশতম দিন অতিক্রান্ত করলেও রাজ্য সরকারের তরফে কোনো প্রতিনিধি আন্দোলন মঞ্চে এসে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি।