অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। বিভিন্ন হাসপাতালে যাতে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সে জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, প্রতিমাসে হাসপাতালগুলিকে ফায়ার সেফটি অডিট করাতে হবে।
একই সঙ্গে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।এদিন শীর্ষ আদালত তার নির্দেশে জানায়, দেশের প্রতিটি হাসপাতালকে প্রতিমাসে ফায়ার অডিট করিয়ে তার রিপোর্ট জমা দিতে হবে।
ওই রিপোর্টে আগুন নেভানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, হাসপাতালের ভিতরে মজুদ থাকা দাহ্য পদার্থ ঠিকভাবে রাখা আছে কিনা, আগুন নেভানোর কাজে হাসপাতালে কর্মীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা সব কিছুই জানাতে হবে। আদালত আরও জানিয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি করে কমিটি গঠন করতে হবে।
প্রয়োজন হাসপাতালে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে পারবে ওই কমিটির সদস্যরা। পাশাপাশি একজন করে নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছে শীর্ষ আদালত। হাসপাতালগুলি অগ্নিকাণ্ড রোধ করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখবেন ওই অফিসার।
উল্লেখ্য, মাঝেমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। হাসপাতালে অনেক সংকটজনক রোগীও ভর্তি থাকেন। সংকটজনক রোগীদের বের করে আনা যথেষ্ট সমস্যা হয়ে দাঁড়ায়। যে কারণে মৃত্যুর ঘটনাও ঘটে।
এই অনভিপ্রেত ঘটনা প্রতিরোধ করতেই শীর্ষ আদালত এই নির্দেশ জারি করেছে। উল্লেখ্য, আট বছর আগে কলকাতার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু রোগীর প্রাণহানি হয়েছিল। করোনা পরিস্থিতির মধ্যে গুজরাত ও হায়দরাবাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।