স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৮ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার ঘোড়াকাপ্পা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে শামিল হয়েছে ছাত্রছাত্রীরা।আন্দোলনকারী ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে ঘোড়াকাপ্পা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক নেই।শুধু তাই নয় প্রয়োজনীয়সখ্যক শিক্ষক এর অভাবে বিদ্যালয়ের পঠন পাঠন দীর্ঘদিন ধরেই বিঘ্নিত হচ্ছে।
ঘোড়া কাপ্পা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগের জন্য তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।কিন্তু শিক্ষাদপ্তর এবং রাজ্য সরকার স্কুলের প্রধান শিক্ষক এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।সে কারণে বাধ্য হয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ ও ধর্নায় শামিল হয়েছে।অবিলম্বে স্কুলে প্রধান শিক্ষক এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা না হলে ছাত্রছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
উল্লেখ্য রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ শহর এলাকা থেকে উদ্বৃত্ত শিক্ষক অন্যান্য এলাকার স্কুলগুলিতে সমবন্টন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে। শহর এলাকার স্কুলগুলিতে এখনো প্রচুর সংখ্যক উদ্বৃত্ত শিক্ষক রয়েছেন।তাদের অন্যত্র অর্থাৎ যেসব স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই সেখানে বদলি করে ক্ষমতা ফিরিয়ে আনার জোরালো দাবি উঠেছে। শুধু ঘোড়া কাপ্পা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নয় ,রাজ্যের অন্যান্য এলাকাগুলিতেও শিক্ষক নিয়োগের দাবি উঠতে শুরু করেছে।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে গত মার্চ মাস থেকেই স্কুল গুলি বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতেই স্কুলগুলি খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।স্কুলগুলিতে ক্লাস শুরু করার উদ্যোগ গ্রহণ করা হলেও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাবে বিভিন্ন স্কুলে পঠন-পাঠন লাটে ওঠার আশঙ্কা রয়েছে।