স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৮ ডিসেম্বর।। অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। ত্রিপুরার কুমারঘাট স্টেশনে আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। অবশ্য তাতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিন রেলওয়ে ট্র্যাকে তোলার কাজ হয়েছে। বিকেল চারটা নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে। দুইটি ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া, চারটি মাঝপথে থামিয়ে দিয়েছে। একটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে রওয়ানা দিয়েছে।
এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ০২৫০২ নয়াদিল্লি-আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস আজ শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ কুমারঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছিল। তবে, ওই এক্সপ্রেসের ইঞ্জিনই কেবল লাইনচ্যুত হয়েছে। কোনও যাত্রীবগি লাইনচ্যুত হয়নি। ফলে, সকল যাত্রী সুরক্ষিত আছেন। তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ধর্মনগর-আগরতলা শাখায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদরপুর থেকে দুর্ঘটনায় সহায়তা প্রদানকারী ট্রেন এবং আগরতলা থেকে চিকিৎসা সহায়তার ট্রেন ঘটনাস্থলে ছুটে গেছে।
এছাড়া আগরতলা এবং করিমগঞ্জ থেকে বরিষ্ঠ পদাধিকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। উদ্ধারকার্যে প্রয়োজনীয় সামগ্রী সহ উদ্ধারকর্মীরাও কাজে নেমে ট্রেনের ইঞ্জিন রেল লাইনে তোলেন। এদিনের ঘটনায় ওই রুটে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তিনি জানান, দুপুর সাড়ে তিনটা নাগাদ ইঞ্জিনটি রেল লাইনে তোলা সম্ভব হয়েছে। বাকি উদ্ধারকার্য সমাপ্ত হওয়ার পর বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তিনি বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় কয়েকটি ট্রেন-র স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে।
তাতে, আগরতলা-শিলচর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন সকালের বদলে দুপুর সাড়ে তিনটায় আগরতলা স্টেশন থেকে ছেড়েছে। তেমনি, শিলচর- আগরতলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ধর্মনগর পর্যন্ত এসেছে। শিয়ালদহ-আগরতলা স্পেশাল চুড়াইবাড়ি পর্যন্ত এসেছে। এছাড়া ০০৩২৭ ট্রেন কলকলিঘাট পর্যন্ত এবং ০১৬৬৫ ট্রেন বদরপুর পর্যন্ত এসেছে। অন্যদিকে আগরতলা-ধর্মনগর এবং ধর্মনগর-আগরতলা পাস স্পেশাল ট্রেন দুইটি আজ বাতিল করা হয়েছে।