অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। টেনিস ছাড়ার ১০ মাস পর বাগদানের ঘোষণা দিলেন মারিয়া শারাপোভা। দীর্ঘদিনের বন্ধু আলেক্সান্দার গিলকসের বাগ্দত্তা হয়েছেন তিনি। ২০১৮ সাল থেকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের এই বন্ধুর সঙ্গে সম্পর্ক আছে শারাপোভার।
শারাপোভা ও তার সঙ্গী, দুজনই নিশ্চিত করেছেন খবরটা। ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী এই গিলকস, অনলাইন নিলাম কোম্পানি প্যাডল ৮-এরও সহ-প্রতিষ্ঠাতা তিনি। ইটন কলেজে ছাত্রাবস্থায় প্রিন্স উইলিয়ামের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তবে গিলকসই শারাপোভা প্রথম সঙ্গী নন।
এর আগে টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার। লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও বাগদান হয়েছিল তার। পরে সে সম্পর্ক ভেঙে যায়। গিলকসও এর আগে বিয়ে করেছিলেন ডিজাইনার মিশা নোনুকে।
১৩ বছর একসঙ্গে থাকার পর ছাড়াছাড়ি হয়ে যায় মিশা ও গিলকসের। উইম্বলডন জয় দিয়ে যাত্রা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে যতটা আশা জাগিয়ে এসেছিলেন ততটা সাফল্য পাননি। মোট পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন এই সুন্দরী।
এখন নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগার পোভা বেশ জনপ্রিয় করে তুলেছেন তিনি। নতুন সম্পর্কের ঘোষণা দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন এই জুটি।