অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। কনকনে শীতের রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। বৃহস্পতিবার রাত ১১.৪৬ মিনিটেরাজধানী অঞ্চল ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামে ভালোরকমই কম্পন অনুভূত হয়েছে। লোকজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.২। যদিও, গভীর রাত পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, রাজস্থানের আলওয়ারে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে।এদিন নিমেষেই এই কম্পনের কথা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেন, কার্যত যেন গর্জনের শব্দ শুনতে পাচ্ছিলেন তাঁরা।
এবছরের শুরু থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় অসংখ্য ছোট-বড় ভূমিকম্প হয়েছে। বছরের শেষেও সেই ট্রেন্ড অব্যাহত থাকল। গত কয়েক মাসে একাধিক বার ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীর, দিল্লি-সহ উত্তর ও উত্তরপূর্ব ভারতে ৷ বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘনঘন ভূমিকম্প।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজধানীর আশপাশে এ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ১৯৫৬ সালের ১০ অক্টোবর, বুলন্দশহরে। রিখটারে তার তীব্রতা ছিল ৬.৭। ১৯৬৬ সালের ১৫ অগস্ট মোর্দাবাদে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। এই দু’টি এলাকাই পড়ছে উত্তরপ্রদেশে।