স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৮ ডিসেম্বর।। সিপাহীজলা জেলার সোনামুড়া মহাকুমার কলমচওড়া থানা এলাকার মানিকনগরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে ছয়জন রক্তাক্ত হয়েছেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মানিক নগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কলম চওড়া থানায় মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনও পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই। পুলিশ এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে। ফের যেকোনো সময় এলাকায় হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘটনার বিবরণে জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এই রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। গৃহবধুটি স্বামীর হাতে আক্রান্ত হওয়ার পর বিষয়টি সে তার বাপের বাড়ির লোকজন জানায়। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষ পর্যন্ত স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।