কৃষকদের পাশে থাকতে ১০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে দিল্লি পৌছলেন সত্যদেব

অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। দিল্লি-হরিয়ানা সীমান্তে  প্রতিবাদরত কৃষকদের পাশে থাকতে ১০০০ কিলোমিটার সাইকেল চালালেন সত্যদেব মাঝি। ১১ দিন ধরে সাইকেল চালিয়ে বিহার থেকে তিনি দিল্লি হরিয়ানা-সীমান্তে এসে পৌঁছেছেন।

৬০ বছরের সত্যদেব বৃহস্পতিবার রাতে সিংঘু সীমান্তে এসে পৌঁছন। রাতেই তিনি কৃষকদের সঙ্গে ধরনায় বসেছেন এবং জানিয়েছেন, যতদিন আন্দোলন চলবে ততদিন তিনি এখানেই থাকবেন। সত্যদেবের বাড়ি বিহারের সিওয়ান জেলায়।

সত্যদেব নিজেই জানিয়েছেন, সিওয়ান থেকে দিল্লি আসতে তাঁর ১১ দিন লেগেছে। কেন্দ্রের কাছে এই প্রবীণ কৃষকের আর্জি, নতুন কৃষি আইন প্রত্যাহার করা হোক। তবে শুধু সত্যদেব একা নন, গোটা দেশে থেকে প্রতিদিনই বহু কৃষক আন্দোলনে যোগ দিচ্ছেন। শুক্রবার এই কৃষক আন্দোলন ২৩ দিনে পড়ল।

দিল্লির কনকনে ঠাণ্ডা ও প্রবল শৈত্য প্রবাহের মধ্যেও কৃষকরা তাঁদের প্রতিবাদ আন্দোলন জারি রেখেছেন। কিষান মজদুর সংঘর্ষ কমিটির নেতা দয়াল সিং এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উচিত কৃষকদের সঙ্গে কথা বলে নতুন কৃষি আইন বাতিল করা। আইনগুলি যতদিন না প্রত্যাহার করা হবে ততদিন আমাদের লড়াই চলবে।

অন্যদিকে কেন্দ্র নতুন তিন আইন প্রত্যাহার করার পরিবর্তে পাল্টা প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রের অভিযোগ, নতুন কৃষি আইন সম্পর্কে বিরোধীরা কৃষকদের ভুল বুঝিয়েছে। সে কারণেই তারা আন্দোলনে নেমেছেন। আসলে নতুন কৃষি আইন কৃষকদের উন্নতি করবে।

কৃষক আন্দোলন ও সরকারের মধ্যে এই বিরোধ গিয়েছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত অবশ্য জানিয়েছে, কৃষকদের যেমন আন্দোলন করার অধিকার আছে তেমনি তাদের উচিত রাস্তাঘাট পরিষ্কার রাখা। আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখা কখনওই ঠিক নয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?