স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। শুক্রবার মঠ চৌমুনী বাজারে ট্রেড লাইসেন্স এবং ফ্রি ইন্সুরেন্স প্রদানের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, কিছুদিন পূর্বে মঠ চৌমুহনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ১৬ টি দোকান।ইন্সুরেন্স না থাকলে সামগ্রী মূল্য অর্থাৎ ক্ষতিপূরণ ব্যবসায়ীদের পায় না। তাই সামগ্রী ক্ষতিপূরণ পেতে ব্যবসায়ীদের অবশ্যই ইন্সুরেন্স প্রয়োজন।
ইন্সুরেন্স করতে ট্রেড লাইসেন্স নিতে হয়। সরকার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সরলীকরণ করেছে। এবং ইন্স্যুরেন্সের এক হাজার টাকা সরকার বহন করছে। শুক্রবার এ প্রশাসনিক শিবিরে প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে ফ্রি ইন্সুরেন্স প্রদান করা হবে বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোস সাহা, অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা।