চিনের মতই এবার ভারতেও তৈরি হচ্ছে এক ‘গ্লাস ব্রিজ’

অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। চিনের মতই এবার ভারতেও তৈরি হচ্ছে এক ‘গ্লাস ব্রিজ’। বিহারের রাজগীর অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র। সেখানেই এই নতুন গ্লাস ব্রিজ বা কাচের সেতু গড়ে তোলা হবে। ভারতে এই প্রথম কোনও রাজ্যে গ্লাস ব্রিজ গড়ে উঠতে চলেছে।

শীতের মরসুমে রাজগীরে পর্যটকদের বিপুল ভিড় হয়। বর্তমানে বিহারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাজগীরে প্রচুর মানুষ আসেন। রাজ্য সরকার পর্যটনের উন্নয়নে সেখানে একাধিক পদক্ষেপ নিয়েছে। এবার তার সঙ্গে যোগ হচ্ছে এই গ্লাস ব্রিজ। জানা গিয়েছে, ২০২১-এর শুরুতেই অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য এই গ্লাস ব্রিজ তৈরি হয়ে যাবে।

চিনের ঝিয়ানঝাউ প্রদেশের গ্লাস ব্রিজটি মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। সেতুর দৈর্ঘ্য ৩০০ মিটার। সেতুটি ছয় ফুট চওড়া। বিহারের নালন্দায় যে নতুন গ্লাস ব্রিজ গড়ে উঠছে এটি চিনের মতো অতটা উঁচুতে নয়। মাটি থেকে ২৫০ মিটার উঁচুতে গড়ে উঠবে এই কাচের সেতু। তবে অতটা উঁচুতে না হলেও যথেষ্ট রোমাঞ্চকর হবে বলে জানানো হয়েছে।

গ্লাস ব্রিজের সংলগ্ন এলাকায় সাফারি পার্ক, আয়ুর্বেদ পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে বিহার সরকার। একই সঙ্গে থাকবে রোপওয়ে, জু-সাফারির ব্যবস্থাও। বিহারের গ্লাস ব্রিজটি অবশ্য চিনের সেতুটির তুলনায় লম্বায় অনেকটাই কম।

এই ব্রিজটি ৮৫ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া। এক সঙ্গে ৪০ জন পর্যটক এই সেতুতে উঠতে পারবেন। রাজ্য সরকারের আশা, এই গ্লাস ব্রিজ চালু হয়ে গেলে পর্যটকদের কাছে তা বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। স্বাভাবিকভাবেই নালন্দায় পর্যটকদের ভিড় আরও কিছুটা বাড়বে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?