অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিলেন রবার্ট লেভানডোস্কি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন লেভানডোস্কি। সব প্রতিযোগিতা মিলে ৪৭ ম্যাচে করেন ৫৫ গোল। অক্টোবরে নির্বাচিত হন উয়েফার বর্ষসেরা ফুটবলার। ফিফার বর্ষসেরার দৌড়েও তাই এই পোলিশ তারকাই ঢের এগিয়ে ছিলেন।
শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি লেভানডোস্কিই পেয়েছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন লেভানডোস্কি। ৩২ বছর বয়সী তারকা লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ তিন আসরই শেষ করেন সর্বোচ্চ স্কোরার হিসেবে।
এদিকে বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে হারিয়ে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয় বছর এই পুরস্কার জিতলেন তিনি। বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন বায়ার্নের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার।
বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউন মিং। মেয়েদের বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ।