অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। যখন একজন নারী ও একজন পুরুষ পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকেন, তখন কোনটা করলে দোষ আর কোনটা করলে দোষ হবে না- তা নির্দিষ্ট করে বলা যায় না। এর মধ্যে নিজেদের মধ্য ছাড়া অন্য কাউকে শুধু চুমু খাওয়ার বিষয়টিও রয়েছে।
কেউ কেউ হয়ত শুধু চুমু খাওয়াকে দোষের মনে করবেন না। কেউ আবার করবেন।সম্প্রতি বিবিসি রেডিও ৫ এ বিষয়ে এক জরিপ পরিচালনা করেছে। তাতে প্রায় ৭৩ শতাংশ নারী অন্য কাউকে চুমু খাওয়াকে প্রতারণা হিসেবে দেখে থাকেন। আর অর্ধেকসংখ্যক পুরুষ একে সরাসরি বেইমানি হিসেবে অভিহিত করেছে।