অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। হাথরাসের নির্যাতিতা দলিত যুবতীকে গণধর্ষণই করেছিল অভিযুক্ত চার যুবক। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে এমনই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, হাথরাশের একটি আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। ধর্ষণের পর ওই নির্যাতিতাকে যে খুন করার চেষ্টাও হয় সেটাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর হাথরাসের ওই নির্যাতিতা যুবতীকে (বয়স ২০) গণধর্ষণের অভিযোগ ওঠে উঁচু সম্প্রদায়ের চার যুবকের উপর। ধর্ষণের পর তাঁর শরীরে নৃশংস অত্যাচার করা হয়। তাঁর দেহ ফেলে দেওয়া হয় একটি ক্ষেতে। কিন্তু গুরুতর আঘাত সত্ত্বেও ওইদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই নির্যাতিতা। পরে দিল্লির এইমসে তাঁর মৃত্যু হয়।
আরও অভিযোগ, পরিবারের অমতেই গত ৩০ সেপ্টেম্বর রাতে জোর করে নির্যাতিতার মৃতদেহ কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় স্থানীয় পুলিশ-প্রশাসন। পুলিশ প্রথমে গণধর্ষণের কথা মানতেই চায় নি। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। যোগী আদিত্যনাথ সরকার ঘটনার তদন্তভার তুলে দেয় সিবিআই’য়ের হাতে।