গন্ডাছড়া- অমরপুর সড়ক অবরোধ করল জনজাতি অংশের গ্রামবাসীরা

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৮ ডিসেম্বর।। গন্ডাছড়া- অমরপুর সড়ক অবরোধ করল জনজাতি অংশের গ্রামবাসীরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার থানারাইপাড়ায়। শুক্রবার সকাল আটটায় উরিহামপাড়ার রাস্তার মুখে ওই এলাকার জনজাতি অংশের লোকজন পথঅবরোধ -এ বস। পথ অবরোধকারীদের অভিযোগ বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়ার গত প্রায় তিন বছরে সরকারি কোন সুযোগ সুবিধাই পায়নি জনজাতি অংশের মানুষজন।

দীর্ঘদিন যাবৎ ক্ষোভে ফুসছিল গ্রামবাসীরা। শুক্রবার সকাল আটটায় বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া গন্ডাছড়ায় প্রবেশ করার সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষব্দ গ্রাম বাসীরা গন্ডাছড়া মহকুমার থানারাই পাড়া। জগবন্ধুপাড়া এবং আমবাসা মহকুমার গঙ্গানগরে একসঙ্গে পথআবারোধে বসে, ফলে গন্ডাছড়া -অমরপুর এবং গন্ডাছড়া -আমবাসা সড়ক -এ ব্যাপক যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছেন মহকুমা পুলিশ অধিকারীক এবং ডি সি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?