অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। করোনার সংক্রমণের হাত থেকে রেহাই পেলেন না ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান। শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে, আইসিএমআরের প্রধান বলরাম ভার্গভ করোনা আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই আইসিএমআরের ডিরেক্টরের শরীরে করোনার একাধিক উপসর্গ ছিল। তাই দেরি না করে তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজেটিভ। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই বলরাম এইমসে ভর্তি হয়েছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বলরামের সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য মহলেও উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন বিভাগ থেকে একাধিক পদস্থ কর্তা বলরামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও।উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে শুরু থেকেই দেশকে দিশা দেখিয়েছেন বলরাম। করোনা মোকাবিলা কিভাবে করা হবে সে বিষয়ে সরকারকে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ। দেশবাসীকে দিয়েছেন করোনাকালীন সতর্কবার্তা। এমনকি, দেশে করোনার ভ্যাকসিন প্রস্তুতিতেও তাঁর বিশেষ অবদান রয়েছে।
করোনা মোকাবিলায় কেন্দ্রের তৈরি বিশেষ টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি। করোনার চিকিৎসা ও টিকাকরণের তদারকির মূল দায়িত্ব ছিল তাঁর উপর। খুব শীঘ্রই দেশে টিকাকরণ শুরু হতে পারে এমনটাই খবর। তাই বলরাম বেশিদিন অসুস্থ থাকলে সেই কাজে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে মনে করা হচ্ছে। কারণ বলরাম পুরো বিষয়টি জানেন। তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিলেন। তাঁর অবর্তমানে নতুন যিনি দায়িত্ব নেবেন তাঁকে পুরো বিষয়টি বুঝে নিতে কয়েকদিন সময় দিতে হবে। সে ক্ষেত্রে টিকাকরণ শুরুর কাজটি কিছুটা পিছিয়ে যেতে পারে। প্রসঙ্গত, স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অবদানের জন্য বলরাম পদ্মশ্রী সম্মান পেয়েছেন।