অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। নাইজেরিয়ায় অপহৃত কয়েকশ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। গত সপ্তাহে একটি স্কুলে হামলা চালিয়ে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে শিক্ষার্থীদের মুক্তির খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কাতসিনার মুখপাত্র আব্দুল লাবারান জানান, ৩৪৪ জন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বোকো হারাম। শিশুরা সুস্থ আছে। নাইজেরিয়ার উত্তর- পশ্চিমাঞ্চলে অঙ্গরাজ্যটিতে গত সপ্তাহে একটি আবাসিক স্কুলে বন্দুক হামলা চালায় ইসলামি গোষ্ঠীটি। তারা কয়েকশ শিক্ষার্থীকে অপহরণ করে।
অপহৃত শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করে বোকো হারাম। আবদুল লাবারান আরও জানান, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আঞ্চলিক রাজধানী কাতসিনা সিটিতে নিয়ে আসা হয়েছে। শিগগিরই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেয়া হবে। কিছু শিক্ষার্থী এখনো বোকো হারামের কাছে বন্দী আছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কোনো শিক্ষার্থীকে হত্যা করা হয়নি বলে দাবি করেন লাবারান। যদিও ভিডিওতে এক শিক্ষার্থীকে বলতে দেখা যায়, নাইজেরীয় বিমান হামলায় কিছু শিক্ষার্থী নিহত হয়েছে। এখন পর্যন্ত অস্পষ্ট যে, কীভাবে শিক্ষার্থীরা মুক্তি পেল। তবে অঙ্গরাজ্যটির আরেক সূত্রে শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি বিবিসি নিশ্চিত হয়েছে।