অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। হরর ফিল্মের চিত্রনাট্য নয়, ঘোর বাস্তব। মন্ত্রীকে খুন করতে কালা জাদু করার অভিযোগে মহারাষ্ট্রে গ্রেফতার দুই তান্ত্রিক।
মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী একনাশ শিন্ডেকে খুনের ছক। তাও আবার জাদুমন্ত্রের সাহায্যে। পালঘর থেকে গ্রেফতার হওয়া কৃষ্ণ বালু কুরকুটে এবং সন্তোষ মাগরি বারদির বিরুদ্ধে রয়েছে এমনই অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছয়, তখন নাকি মন্ত্রীর ছবি সামনে রেখে জাদুটোনা করছিল ধৃত দুই তান্ত্রিক। চলছিল মন্ত্রপাঠও করছিল। সামনে রাখা ছিল তন্ত্রচর্চার নানান জিনিস।
ঘর থেকে একটি মোরগও উদ্ধার হয়েছে, যেটাকে বলি দেওয়ার জন্য রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু কার নির্দেশে তারা এই কাজ করছিল? এই প্রশ্নের উত্তরে এখনও মুখ খোলেনি দুই তান্ত্রিক। এই মুহূর্তে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।