অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা জো বাইডেন সামনের সপ্তাহে করোনার ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি তিনি প্রকাশ্যে নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বাইডেন সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘আমি আগে হাঁটতে চাই না। তবে আমেরিকানদের এটা নিশ্চিত করতে চাই যে, আমরা নিরাপদ প্রতিষেধক সবাইকে সরবরাহ করছি। ‘যখন নেব, প্রকাশ্যেই নেব। আপনারা সবাই দেখতে পাবেন।
’হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, কোনো সংশয় ছাড়াই প্রেসিডেন্ট ভ্যাকসিন নিতে চলেছেন। যদিও তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান। এর আগে তিন প্রাক্তন রাষ্ট্রপতি-বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা জানান তারা প্রকাশ্যে করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক।
তাদের আগে নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবারই তিনি টিকা নেবেন বলে জানা গেছে। সোমবার থেকে আমেরিকায় ফাইজার/ বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মী এবং প্রবীণরা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সবার আগে ভ্যাকসিন দেয়া শুরু করে ব্রিটেন। এরপর কানাডা ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয়।